কলমাকান্দায় প্রাণীসম্পদ-২০২২ প্রদর্শনী অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: ” পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, “প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২২ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার দিনব্যাপী উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় ভেটেরিনারী সার্জন ডা. ফারুক আহম্মেদের সঞ্চালনায় ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কনিকা সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম,উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম,সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ও কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু।