বাঙালি হতে চাই
-হাফিজুর রহমান
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলায়, কী করে বাঙালি হতে হয়?
কখনও কি কেউ শিখিয়ে দিবে আামায়?
আমি বাঙালি হতে চাই, রবী ঠাকুরের সোনার বাংলায়।
আমি বাঙালি হতে চাই, প্রিয় কবি নজরুলের ঝাকড়া চুলে।
আমি বাঙালি হতে চাই, পল্লী কবি জসিমউদদীনের কবিতায়-
নাকে নোলক পড়া বধূর, কাচের চুড়িতে মুগ্ধ হয়ে।
প্রতিযোগিতাপ্রবণ বিশ্বের একঘেয়েমি লাগে সুরের ভিন্নতা!
হারিয়ে যাচ্ছি সংস্কৃতির বর্জ্যে জম্ম নেয়া অপসংস্কৃতির ছায়ায়!
তাই তো বাঙালি হতে চাই, বাঙালি হতে চাই আমি এই বাংলার;
লাশ হয়ে বাঁচতে চাই না, মরতে চাই বাঙালি হয়ে।
পড়েছেনঃ ৮৩