
একুশ মানে
-এম.আবু বকর সিদ্দিক
========================
একুশ মানে মাতৃভাষা রক্ষা করার পণ,
একুশ মানে রক্ত দিয়ে প্রতিবাদের ক্ষণ ৷
একুশ মানে ছেলে হারা মায়ের অঝোর কান্না,
একুশ মানে ঢাকা শহর রক্তে ভাসা বন্যা ৷
একুশ মানে আপন সুরে পাখপাখিলীর গান,
একুশ মানে ন্যায় লড়াইয়ে বিজয় হওয়া মান ৷
একুশ মানে ভাষার জন্য জীবন দেয়ার স্মৃতি,
একুশ মানে বিশ্ব জুড়ে মাতৃভাষা প্রীতি ৷
একুশ মানে মায়ের বুলি কেড়ে নেয়ার গুলি,
একুশ মানে বাংলা ভাষায় চিত্র আঁকার তুলি।
একুশ মানে রফিক জব্বার শফি বরকত ছালাম,
বিশ্ববাসী মুগ্ধ হয়ে করছে তাদের প্রণাম ৷
পড়েছেনঃ ১০৩