নারীর ক্ষমতায়নে পারিবারিক পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ইউএনও মমতাজ বেগম

নিজস্ব প্রতিনিধিঃ ‘নারীর ক্ষমতায়নে পারিবারিক পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’ খুলনার পাইকগাছা উপজেলায় ফিল্ড পর্যায়ে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শনে এসে এমন অভিমত ব্যক্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। তিনি মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর দাসপাড়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির পল্লীসমাজে পারিবারিক পরামর্শ সভা ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির চক্ষু পরিক্ষা ক্যাম্পেইনে উপস্থিত থেকে এসব কথা বলেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগী কর্মকর্তা আছাদুল ইসলামের সঞ্চালনায় এ পরামর্শ সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা প্রতিনিধি শিপ্রা বিশ্বাস, এরিয়া ম্যানেজার (দাবি) হাবিবুর রহমান, এরিয়া ম্যানেজার (প্রগতি) মুহিদুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) সুব্রত হালদার, ব্রাঞ্চ ম্যানেজার (বিসিইউপি) তুলশী সরকার, ব্রাঞ্চ ম্যানেজার (ইউপিজি) জসীম উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার (এইচএনপিপি) মাহমুদুল হাসান, সহযোগী কর্মকর্তা (সেলপ) তুষার কান্তি দাস সহ প্রমুখ।