বেকারত্ব দূরীকরণে বিএন্ডএফ কেয়ারের ব্যতিক্রমী উদ্যোগ

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক অসহয়, পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে একটি আত্মকর্মময় জাতি গড়ার লক্ষ্যে সীতাকুণ্ডের প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করছে দাতব্য সংস্হা বিএন্ডএফ কেয়ার সীতাকুন্ডে বিএন্ডএফ কেয়ারের উদ্যেগে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে আত্মকর্মসংস্থান মূলক উপকরণ, শিক্ষা উপবৃত্তি বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিএন্ডএফ কর্পোরেট এর চেয়ারম্যান মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর সভাপতিত্ব ও বিএন্ডএফ কেয়ারের প্রধান সমন্বয়ক মোঃ নুরুল আকতার বাপ্পির সঞ্চালনায় সীতাকুণ্ডে জেলা পরিষদ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাবা সুরাইয়া বাকের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী এস.এম রিয়াদ জিলান, মুরাদপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লুৎফর নুর সিদ্দিকা মনি, আওয়ামীলীগ নেতা নোয়ামিয়া কন্ট্রাক্টর, বিএন্ডএফ এর নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম ভূঁইয়া, আনিসুল তুহিন সহ প্রমুখ৷ আত্মকর্মসংস্থান উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা করে স্বাবলম্বী করছে এই বিএনএফ সংস্থাটি। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত কার্ষক্রমে উক্ত অনু্ষ্টানের শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা বাবদ, কাপড় ব্যবসায়ি সহ বিভিন্ন আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সাত ব্যক্তি কে মোট ৭০,০০০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও দুইজন উদ্যােগক্তা কে একটি ফুল সেট ইলেক্ট্রনিক টুলস ও সেলাইমেশিন সহ অসহায় দুঃস্থ ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও দুইজন শিক্ষার্থীর মাঝে গাইডবই বিতরন করা হয়।