
মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কুড়িগ্রামের রৌমারীতে তৃতীয় তম জাতীয় বীমা দিবস, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালের দিকে ডিজিএম পপুলার লাইভ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কর্তিমারী সার্ভিসসেল এর আয়োজনে এই জাতীয় বীমা দিবস পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম বাবলু বিশিষ্ট ব্যবসায়ী কর্তিমারী, আবুল হোসেন বিএমসি, জাহিদুল ইসলাম জাহিদ বিএম গোয়ালগ্রাম,আল আমিন বিএম আবিদ হাসান শাখা, সাজেদা খাতুন বিএম নতুনগ্রাম শাখা, আনজু মনোয়ারা বিএম রৌমারী শাখা, আলী হোসেন হিসাব কর্মকর্তা, ছাইদুর রহমান ইউ এম গোয়ালগ্রাম শাখা, নাছিমা খাতুনসহ আরো অনেকে। উল্লেখ্য, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্থানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধা নেন এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে। এ উপলক্ষ্যে প্রতি বছর মেলার আয়োজন করা হলেও করোনার কারণে এবার অনুষ্ঠান সীমিত করা হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বীমা দিবসের প্রতিপাদ্য– ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার, বীমা দিবসে শপদ করি উন্নত দেশ গড়ি।