হাটহাজারীতে মাঠ প্রশাসনের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতা

মো. আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের (গ্রেড -১১-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবীতে মাসব্যাপী কর্মবিরতি চলছে। এতে চরমদুর্ভোগে সেবাগ্রহীতারা। ৩মার্চ, বৃহস্পতিবার বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি ও বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতির হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারি কমিশনার (ভূমি)্#৩৯;র কার্যালয়ের কর্মচারীরা এ কর্মসূচী পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনামা পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে গত ১মার্চ মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করে আসছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আবু সায়েম। এ কর্মসূচিতে যোগদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী সুমন কান্তি মোহরের, আবু সায়েম, সায়েমা সাদিয়া, আহম্মদ ছগির, নিউটন বড়ুয়া, বিজয় নন্দ বড়ুয়া, একরামুল হক
সিকদারসহ কর্মকর্তাগণ।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূম্#ি৩৯;র অফিস সহকারী, বাকাসাসের বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক ও জেলা কমিটির সহ- সম্পাদক নিউটন বড়ুয়া জানান,দেশের অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদোন্নতি হলেও মাঠ প্রশাসনের কর্মরত অফিস সহকারীদের চাকুরী জীবন শেষেও কোন পদোন্নতি না পেয়ে একেই পদে থেকে অবসরে যাচ্ছেন। তাই ডিজিটেল বাংলাদেশ বিনির্মাণ ও এসডিজি বাস্তবায়ন ও রুপ প্রকল্পে ২০২১ বাস্তবায়নে কর্মরত লক্ষে মাঠ প্রশাসনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সহকারীদের কাজের গতিশীল রাখতে পদোন্নতি ও পদ পরিবর্তন করার দাবী জানায়। তাই অনুযায়ী সরকারী ছুটি ও বিশেষ দিবস ব্যাতিত এই কমসূচী অব্যাহত থাকবে।