র‍্যাব সেজে ডাকাতি করার লুণ্ঠিত তেল উদ্ধার ও আসামী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে র‌্যাব সেজে ডাকাতি করার লুণ্ঠিত তেল উদ্ধার ও আসামী গ্রেফতার করেছে র‍্যাব। গত ৯ ফেব্রুয়ারি ২০২২  তারিখ শিবপুর মডেল থানাধীন ঘাসিরদিয়া ট্রান্সকম ফ্যাক্টরির মূল গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে র‌্যাব পরিচয় দিয়ে ৬০টি প্লাষ্টিকের ড্রাম ভর্তি সয়াবিন তেলের ট্রাক ডাকাতি করে। পরে উক্ত ঘটনায় শিবপুর মডেল থানায় একটি ডাকাতির মামলা হয়।
ঘঠনার রহস্য উদঘাঠনে মাঠে নামেন নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে গত ২ মার্চ রাত ২১:০৫ ঘটিকায় শেরপুর জেলাধীন নকলা থানার অন্তর্গত নকলা বাজারে মেসার্স ওয়ামামা ওয়েল মিলস্ প্রোঃ ওয়ালীউল্লাহ (৪৮), পিতা-আব্দুল খালেক, সাং-ডাকাতি কান্দা, নকলা মধ্যপাড়া, থানা-নকলা, জেলা-শেরপুর এর মিল ঘরের ভিতর ও সামনে থেকে ২৩ ড্রাম (ব্যারেল) সয়াবিন তেল (পামওয়েল) যা সবুজ ড্রামের ভিতর ভর্তি মোট ৪৭১৫ লিটার মুল্য অনুমান ৬,৯০,০০০/-টাকা এবং ৩৭টি খালি ড্রাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মেসার্স ওয়ামামা ওয়েল মিলস্ এর মালিক ওয়ালীউল্লাহ (৪৮), পিতা-আব্দুল খালেক, সাং-ডাকাতি কান্দা, নকলা মধ্যপাড়া, থানা-নকলা, জেলা-শেরপুর জিজ্ঞাসাবাদ জানায় যে, আসামী ১। রুবেল রানা ৥ রুবেল(২৮), পিতা-ওমর ভূইয়া, সাং-শংকরপুর উত্তর, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া, এ/পি সাং-কালিবাড়িী, দক্ষিণগাঁও কাঠেরপুর, থানা-সবুজবাগ, ডিএমপি, ২। মোঃ লিটন (৩৭) পিতা-মোঃ সোবান সিকদার সাং-কেওবনিয়া, থানা ও জেলা-পটুয়াখালি, এ/পি-মেরাদিয়া মধুবন, হোলেট মসলার বাড়ি, থানা-খিলগাঁও, ৩। বিজয় (২৫) পিতা-সচিন্দ্র সরকার সাং-বড় বটতলা মাইজপাড়া, নন্দিপাড়া অংশ, থানা-খিলগাঁও, ডিএমপি, ৪। মোঃ আলামিন ৥ আলামিন (২৭), পিতা-মোঃ মিন্টু মিয়া, সাং-রানী শিমুল দক্ষিণপাড়া, সাং-শ্রীবর্ধি, জেলা-শেরপুর, এ/পি ঢাকা শহরে ভাসমানদের নিকট হতে উক্ত ৬০(ষাট) ড্রাম তেল গ্রহণ করে তার দোকানে রাখে। উক্ত আসামীরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে আইন-শৃংখলা বাহিনী তথা র‌্যাব, ডিবি, সিআইডি এর পোশাক পরিধানসহ ওয়াকিটকি, সিগন্যাল লাইট ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি নোয়া মাইক্রো ব্যবহার করে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাংগাইল-সহ আশপাশ এলাকায় মহাসড়কে তেলের ট্রাক, রড ভর্তি ট্রাক, চাল ভর্তি ট্রাকের গতি রোধ করতঃ ট্রাক থামিয়ে ট্রাকের ড্রাইভার হেলপারদেরকে আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে ট্রাক থেকে নামিয়ে মাইক্রোতে তুলে নিজের দলের সদস্যদের দ্বারা ট্রাক চালিয়ে তাদের সুবিধামতো জায়গায় মালামাল আনলোড করে ট্রাক ও আটককৃত হেলপার ড্রাইভারদেরকে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। উক্ত আসামীদের ০৩ দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য যে, উক্ত আসামীরা তেল ডাকাতি করে ওয়ালীউল্লাহ (৪৮), পিতা-আব্দুল খালেক, সাং-ডাকাতি কান্দা, নকলা মধ্যপাড়া, থানা-নকলা, জেলা-শেরপুর এর নিকট বিক্রি করতো বলে জানায়।
বিভিন্ন থানায় আসামী ১। আলামিনের বিরুদ্ধে ০৪টি, ২। লিটনের বিরুদ্ধে ০১টি, ৩। বিজয়ের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতের বর্ণনা-
ক) ০১টি ট্রাক যার নম্বর-ঢাকা মেট্টো-ট-২৩-০৬১৩।
খ) ০১টি নোয়া মাইক্রোবাস যার নম্বর-ঢাকা মেট্টো-চ -৫৩-১২৩৮ নোয়া মাইক্রোবাস।
গ) ২৩ ড্রাম সয়াবিন তেল, ২০৫*২৩=৪৭১৫ লিটার।
ঘ) ৩৭ টি খালি ড্রাম।