
মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কুড়িগ্রাম জেলার রৌমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে শিক্ষার্থী ও জনসম্মুখ্যে অগ্নিকান্ডের সময় কিভাবে আগুন নেভাতে হয় সে বিষয়ে সচেতনতামুলক মহড়াদেন রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও উপজেলা পরিষদ চত্ত¡রে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্ধসঢ়;, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, রৌমারী থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, রৌমারীর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার খোরশেদ আলম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ইঞ্জিনিয়ার নূর আলমসহ আরো অনেকে।