ডিবির জালে ইয়াবাসহ আটক ৩ জন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে গোয়েন্দা শাখার মাদক নির্মূল বিশেষ অভিযান চলছে জেলা জুড়ে। এর ঐ ধারাবাহিকতায় রোজ বৃহস্পতিবার (১০ মার্চ) রাত অনুমান ৭ টার দিকে মৌলভীবাজারের বড়লেখা থানাধীন এলাকায় গোপন তথ্য মতে ডিবি পুলিশের একটি দল আলভিন হোটেলের পাশে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিন(৬০), সুমন আহমেদ (৩০), আলিমুদ্দিন (২৬) নামে ৩ জনকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। প্রশাসন সূত্রে জানা যায়, মৃত ওয়াশির আলী পুত্র রিয়াজ উদ্দিন ও রিয়াজ উদ্দিন এর পুত্র সুমন আহমেদ বড়লেখা থানার মহুবন গ্ৰামের দু’জনে। বড়লেখার উপজেলার শিক্ষারমহল এলাকার আব্দুল সাত্তার এর পুত্র আলিমুদ্দিন। এর সত্যতা নিশ্চিত করতে গোয়েন্দা জেলা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আসামি ৩ জনকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশ মৌলভীবাজার জেলা মাদক মুক্ত জেলা হিসেবে উপস্থাপন করার লক্ষে আমাদের গোয়েন্দা শাখা মাদক চোরাচালান এর বিরুদ্ধে কঠোর হস্তে দমন করছি। তিনি আরো বলেন, আসামি ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নিকটস্থ থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে।