স্বাধীনতা ও বঙ্গবন্ধু
-এম.আবু বকর সিদ্দিক
================
উনিশ শত একাত্তরের
৭ই মার্চ তারিখে,
লক্ষ মানুষ ছুটে এলো
শেখ মুজিবের দিকে ৷
রেস্কোর্সের ওই উঁচু মঞ্চে
দিলেন তিনি ভাষণ,
যে ভাষণে উঠলো কেঁপে
স্বৈরাচারী শাসন ৷
যার যা আছে তা নিয়েই
ঝাঁপিয়ে পড় সবে,
জুলুম থেকে আমার মানুষ
মুক্ত করতে হবে ৷”
দুঃসাহসী নেতার ডাকে
উঠল সবাই জেগে,
ন’মাস ধরে যুদ্ধ শেষে
শত্রু গেল ভেগে ৷
সবুজ যমিন রক্তে রেঙে
স্বাধীন হলো দেশ,
আমার প্রিয় জন্মভূমি
সোনার বাংলাদেশ ৷
পড়েছেনঃ ৬২