পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা জেপির সভাপতি শাহীন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো. মনিরুজ্জামান সেলিম, ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, শাওন তালুকদার, কবির হোসেন বয়াতী, মাসুদ করীম ইমন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, সাংবাদিক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আ. রাজ্জাক আকন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল খান নেওয়াজ প্রমুখ।
পড়েছেনঃ ৯৬