সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কামারগাঁও গ্রামের আনন্দ সরকার এর উপর হামলার ঘটনায় পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন আনন্দ সরকার। জানা যায় ১৪ মার্চ মঙ্গলবার সন্ধা ৭ টার সময় পাশের গ্রাম নন্দীপাড়ায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কির্ত্তন শুনে, নিজ বাড়িতে যাওয়ার পথে কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে খালি জায়গায় পৌছা মাত্রই অভিযুক্ত আসামি প্রভাকর তালুকদার পান্না, পিন্টু তালুকদার, রনদা তালুকদার, সজল তালুকদার, বিমান তালুকদার, মলয় তালুকদার সহ তার উপর হামলা চালিয়ে, এলোপাতাড়ি খিল ঘুষি লাথি ও বেদম মারপিট করে। এবং প্রানে মারার হুমকি দেয়, এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এবং তাঁকে প্রানে মেরে ফেলার হুমকিও দিয়েছে। মারপিটের ঘটনার প্রেক্ষিতে গ্রামের মাতব্বর গনকে জানালে, এরা প্রভাবশালী বিদায় কেউ সুবিচারের আশ্বাস না পেয়ে, পর দিন বুধবার মধ্যনগর থানায় এসে আনন্দ সরকার বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মধ্যনগর থানার ও সি জাহিদুল হক জানান অভিযোগ পেয়েছি তবে বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।