
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে নিজ পৈত্রিক নিবাস সন্দ্বীপে এসে পৌঁছেছেন। শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা তিনি সীতাকুণ্ডের কুমিরা ঘাটে এসে পৌঁছান। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে সন্দ্বীপ থানার একটি চৌকস দল সিইসিকে গার্ড অব অনার প্রদান করে। সেখান থেকে তিনি মুছাপুর নানার করব জেয়ারত করে সারিকাইত ইউনিয়নে তার নিজ বাড়ি কাজী বাড়িতে অবস্থান করবেন। আগামীকাল (২০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জানা গেছে, সিইসি দীর্ঘ ৫ বছর পর নিজ এলাকায় আসলেন। তার সন্দ্বীপ আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, সিইসি স্যার দুদিন সন্দ্বীপ অবস্থান করবেন। এখানে তিনি স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং নিজেদের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন।