মৌলভীবাজারে বাগানে বাগানে হোলি উৎসবে আমেজ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘হোলি উৎসব’ আজ পালিত হচ্ছে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা বা ‘হোলি উৎসব’ অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকেই নারী-পুরুষ, শিশু কিশোর-কিশোরী মিলেমিশে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়েছেন। দোল পূর্ণিমায় শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি অনেক আগে থেকেই চলে আসছে। উপজেলার হিংগাজিয়া চা-বাগান, আদমপুর, হলিছড়া, লুহাইনি, শ্রীমঙ্গলের ভাড়াউড়া, ভুড়ভুড়িয়া অন্যান্য চা-বাগান ঘুরে দেখা যায়, রাস্তায় রাস্তায়,ঘরে বাহিরে রঙ খেলায় মেতে উঠেছেন সব বয়সী মানুষ। লাল,হলুদ,নীল বিভিন্ন জাতের রঙ একে অপরকে মাখামাখি করছেন। রঙ বেরঙে সাজিয়ে উঠেছে আনন্দের ঘনঘটা।

জানা যায়, হোলি উৎসবকে কেন্দ্র করে সব চা-বাগানের শ্রমিকদের দেওয়া হয়েছে বোনাস ভাতা। যাতে আনন্দের সহিত পালন করতে পারে এই হোলি উৎসব। বাগান গুলোতে ছুটিও দেওয়া হয়েছে ৩ দিনের। তবে এই উৎসব ৩-১৬ দিন পর্যন্ত চলে থাকে। বিয়ে হওয়া ঘরের মেয়েকে আনা হয়েছে বাপের বাড়িতে। হোলি উৎসব একটি মিলন মেলায়ও পরিনত হয়েছে। রঙ খেলায় অংশ নিতে আসা অংকিত হাজরা রাহুল জানান, সকালে বাবা বাজার থেকে রঙ খেলার সরঞ্জাম ও রঙ নিয়ে আসেন। পূজো করে রঙ খেলা শুরু করে দিয়েছি। এই হোলি উৎসব শুধু উৎসব নয়, এ যেন একটি মিলন মেলা। মান-অভিমান ভুলে সবাই এক হয়ে উৎসবে সামিল হচ্ছেন। ভাগা ভাগি করে নিচ্ছ আনন্দের সহিত।