প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার কারণে আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। এ দেশ স্বাধীন না হলে আমরা আজ এ পর্যায়ে আসতে পারতাম না। স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চির অ¤øান হয়ে থাকবে। তাই চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুষ্ঠানে প্রধান অতিথি করে বিভাগীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ চাইলে করতে প্রধানমন্ত্রীর মতামত চাওয়া হবে। সমাবেশে নিজে উপস্থিত থাকতে পারবেন না কি ভার্চুয়ালি যুক্ত হবেন তাও প্রধানমন্ত্রী জানিয়ে দেবেন। তবে অনুষ্ঠিতব্য সমাবেশ উপলক্ষে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।
বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেনের হাতে ক্রেস্ট ও মহান মুক্তিযুদ্ধের বই তুলে দেন। সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে রীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হলে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে
তিনি বলেন, চাকুরী জীবনে যখন যে অবস্থানে থেকেছি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা কাজ করেছি, ভবিষ্যতেও করে যাবো। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবেনা, অনুভব করা যায়। যতদিন বেঁচে থাকবো ততদিন বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের অন্তস্থলে ধারণ করবো।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, বান্দরবান জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী বীর প্রতীক, কক্সবাজার জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আবছার, খাগড়াছড়ি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন, ফেনী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, রাঙ্গামাটি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, নোয়াখালী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম জেলা ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চট্টগ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী এ.এস.এম জাকির হোসেন মিজান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃসরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান ও জেলা কমিটির সদস্য সচিব কামরুল হুদা পাভেল। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।