
বাংলার বুকে স্বাধীনতা
-বিবি ফাতেমা
আমি স্বাধীন দেশের মানুষ, স্বাধীনতার কথা বলি
আমি সোনা মাখা মাটিতে বিজয়ের বেশে চলি,
এদেশ আমার গর্ব স্বাধীনতা নিয়েই বেঁচে আছি
রক্ত স্নাতে গড়া জন্মভূমি,আমি তোমায় ভালবাসি।
মুক্ত বাগানের কলি,জন্ম আমার স্বাধীন বাংলায়
লাল সবুজের নিশানা নিয়ে স্বাধীনতার পতাকা উড়ায়,
দু’হাত ভরে স্রষ্টার তরে বাংলায় প্রার্থনা করি
আমি যেন প্রাণের ভূমিতে স্বাধীন জীবন গড়ি।
ইতিহাস জুড়ে আগুন জ্বলছে এখনো বাঙ্গালীর অঙ্গে
পাক-শকুনেরা যখন মেললো পাখা এ প্রাণের বঙ্গে,
লাখো শহীদের রক্তের বিনিময়ে মোরা পেলাম স্বাধীনতা
শহীদ স্মরণে দেশপ্রেমে অমর হোক মোদের একাত্মতা।
দীর্ঘ ন’মাস যুদ্ধ করে জীবন দিয়েছিল যারা
বাঙ্গালীর হৃদয়ে সবুজে অমর লাল সূর্য তারা
লক্ষ লক্ষ মা,বোনের সম্ভ্রম আর কান্না
মনে রেখ! বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ার দান না।
এ যুগের সন্তান আমি কভু যুদ্ধ দেখিনি
যুদ্ধের গল্পে আমি দু’চোখ মেলে হায়েনাকে চিনি,
হয়ত আমি দেখিনি পশ্চিমা-শাসন, দেখিনি রণের রক্ত
তবুও আমি বীর বাংলায় স্বাধীন মুক্তিকামীর ভক্ত।
সবুজের মাটিতে মিশে আছে লাল রঙের অহংকার
পরম স্বাধীনতার গর্ব বাংলার মায়ের শ্রেষ্ঠ অলংকার,
রক্তের সাগর পেরিয়ে বাঙ্গালী পেল স্বাধীনতার দেখা
স্বাধীনতা রবে আজীবন চিরচারিত বাংলার বুকে লেখা।