বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে -ভোলায় এমপি শাওন

ভোলা প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষে সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। যার ফলে এ খাতে আমূল পরিবর্তন এসেছে। বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে অন্যতম। দেশের উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অনেক অবদান বাড়ছে। পুষ্টির চাহিদা পূরণের মাধ্যমে মানুষের গড় আয়ু বৃদ্ধি করা, বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখাসহ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষণ সাপ্তাহ ২০২২ উপলক্ষে স্থানীয় প্রশাসন,রাজনৈতিক ব্যাক্তিবর্গ জনপ্রতিনিধি,মৎস্যজীবী,আড়ৎদার নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে লালমোহন উপজেলা মৎস্য অফিস এর সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আরো অনেকে।