
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেসারাবাদে খায়রুল বাসার এবং পারভীন ফাউন্ডেশন-(কে,পি,এফ) এর উদ্যোগে -আজ ৩০/০৩/২০২২ইং তারিখ বুধবার বিকেল ৫টায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ১৪০টি পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এ সময়ে উপস্থিত ছিলেন পাটিকেল বাড়ি দরগাহ শরীফ দাখিল মাদ্রাসার সুপার জনাব, মাওলানা তরিকুল ইসলাম, ইউপি সদস্য জনাব, মোঃ লাবলু গাজী এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব, ময়নুল হক রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ । কে ,পি, ফাউন্ডেশন একটি সামাজিক, সাংস্কৃতিক কল্যান এবং মানবিক কাজে নিবেদিত প্রতিষ্ঠান। এটি একটি অলাভজনক ও সামাজিক ট্রাস্ট যা ‘ময়নুল হক রাসেল’ দ্বারা পরিচালিত । এটি যাত্রা শুরু করে ২০২২ সালের জানুয়ারিতে । এটি মূলত, নেছারাবাদ, পিরোজপুরে অবস্থিত। উক্ত ফাউন্ডেশন উদ্যোগে ধর্মীয় শিক্ষা,খাদ্য ও বস্ত্র, জেনারেল শিক্ষা ও সাহিত্য , চিকিৎসা, সামাজিক বনায়ন, নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ , স্হানীয় পর্যায়ে অপেশাদার ক্রীড়া প্রতিযোগিতা ,পরিচালিত হয়ে থাকে। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ময়নুল হক রাসেল বলেন যাকাত ফান্ডের মাধ্যমে এলাকার গরীব-দুঃখীদের সাবলম্বী করা সহ সরকারের প্রত্যেকটা দিবসে সক্রিয় অংশগ্রহণ করে থাকে কে ,পি,এফ- ফাউন্ডেশন ।