ভোলা প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের বিচারব্যবস্থা এখন স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং দেশ পরিচালনার জন্য একটি সংবিধান দিয়ে গেছেন। সেই সংবিধানে বলা হয়েছে দেশের সবার আইনি অধিকার এবং বিচার পাওয়ার সুযোগ রয়েছে। সেই অধিকার বাস্তবায়ন করতে বর্তমান সরকার জাতীয় আইনগত সহায়তা আইন প্রণয়ন করে সব মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে। বুধবার বিকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে লালমোহন উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা দায়রা জজ ও চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি মোঃ মহসিনুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক নরুল আমিন মোহাম্মদ লিপু,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক,লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যাক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মোহাম্মদ খালেকসহ আরো অনেকে।