পিরোজপুর জেলা ছাত্রদল এর পক্ষ থেকে কেন্দ্রিয় ছাত্রদলের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নব নির্বাচিত কেন্দ্রিয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গবার বেলা-১১টায় পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আলী তালুকদার তুষার ও যুগ্মসাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন এর নেতৃত্বে শহরের কৃষ্ণচুড়া মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল হাসান রুবেল , সদর থানা যুগ্ন আহবায়ক মোঃ হাফিজুর রহমান মল্লিক। এ সময় আরো উপস্থিত ছিলেন এসময় থানা ছাত্রদল তরিকুল ইসলাম রাজু ,শামসুল আলম, খালিদ হাসান, জিয়াউল হাসান প্রিন্স, মোনায়েম শেখ , মোঃ জালিস খান সহ পৌর ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ । এসময় তারা কেন্দ্রিয় ছাত্রদলের নব নর্বিাচিত সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল সহ নব নির্বাচিত কেন্দ্রিয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মহুর মুহুর স্লোগান দিয়ে উদযাপন করেন। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে সমাপ্তি করা হয়।