হাতিয়া থানার উদ্যোগে জঙ্গিবাদ নির্মূলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাতিয়া প্রতিনিধিঃ পবিত্র রমজান উপলক্ষে নোয়াখালী জেলার হাতিয়া থানার উদ্যোগে মাদক, জঙ্গিবাদ নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে থানা প্রাঙ্গণে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, হাতিয়া উপজেলার আওয়ামী-লীগের সভাপতি, আলহাজ্ব মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া থানার অফিসার ইনচার্জ, আমির হোসেনসহ আরো অনেকে।