সরাইলে এক ব্যবসায়ীর মৃত নিয়ে নানা রহস্য

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। মৃত ব্যবসায়ী সরাইল সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের ওবায়দুল্লাহ’র ছেলে ও নজির আহমেদ সফু (৪০)। গতকাল ২১ এপ্রিল বৃহস্পতিবার রাতে সরাইল থানার ভিতরে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যদের দাবি তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। আর অন্যদিকে পুলিশ বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নজির আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসময় এক চোরকে আটক করে বাড়ির সদস্যরা। এ সময় গণপিটুনিতে চোর আহত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নজির আহমেদসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। থানার মধ্যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী নজির আহমেদ মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানায়, নজির আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থতা বোধ করলে তাকে স্থানীয় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৩ জনকে আসামী করে। হত্যা মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্যঃ মৃত নজির আহমেদ’র সাথে এলাকার প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।