বাঁশখালীতে ভর্তুকি মুল্যে কিস্তিতে কৃষকের মাঝে আধুনিক কৃষি য্ন্ত্র বিতরণ করেন সাংসদ মোস্তাফিজুর

মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধিঃ ২৫ এপ্রিল ২২ ইং তারিখ বেলা ১২ টার সময় বাঁশখালী অফিসার্স ক্লাবে কৃষকের মাঝে গাড়ীর চাবি হস্তান্তর করা হয়। চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭০% ভর্তুকি মূল্যে ১১ লাখ টাকা কিস্তিতে পরিশোধের মাধ্যমে কৃষকের হাতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে পুর্বগুনাগরীর মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ দিদারুল ইসলামকে কৃষি জমির পাকা ধান মাডাই থেকে শুরু করে বস্তা বন্ধী করতে চল্লিশ শতক জমির সময় লাগে মাত্র ৪০ মিনিট এই আধুনিক যন্ত্রের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষিকাজ করতে এখন আর আগের মতো কষ্ট করতে হয় না। সরকার কৃষকদের প্রযুক্তি সহযোগিতা প্রদান করছেন।তারই ধারাবাহিকতায় আজ ভর্তুকি মূল্যে কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। একসময় সারের জন্য গুলি খেয়ে কৃষক মরার নজিরও রয়েছে এই দেশে। কিন্তু বর্তমান সরকার কৃষকদের দোরগোড়ায় বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে দিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া,বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ।