
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) ইন্দুরকানী সাপোর্ট মানব কল্যাণ সংস্থা এর স্থায়ী কার্যালয় এই বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী উপজেলা সাপোর্ট মানব কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি আই ও মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপোর্ট সাধারণ সম্পাদক সৈয়দ আহসান, সাপোর্ট নির্বাহী কমিটির সদস্য মোঃ তসলিম উদ্দিন শিল্পী ও মোঃ শামিম খান। ইন্দুরকানী উপজেলা সাপোর্ট এর সভাপতি মোঃ রিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান টুটুল, সংগঠন সম্পাদক মোঃ মজনু, সদস্য সোহাগ হাওলাদার প্রমূখ।
পড়েছেনঃ ১১৬