
পেকুয়া : মজুরির টাকা চাইতে গিয়ে মালিকের হামলায় গুরুতর আহত হয় এক দিনমজুর। আহত দিনমজুরকে মুমূর্ষ অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। আহত দিন মজুর হারুন রশিদ(২৫) উপজেলার মগনামা ইউপির ৮নং ওয়ার্ডের নাপিতের দ্বিয়া এলাকার ফরিদুল আলমের পুত্র। জানা যায়,বুধবার (১১ এপ্রিল)সন্ধ্যা ৬ টায় মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোদাইল্লা দ্বিয়া এলাকার গুরা মিয়া প্রকাশ ভরশার বাপ এর কাছে দিনমজুর হারুন রশিদ মাসিক বেতনে কামলা হিসাবে মুজরি কাটতো। মাস শেষে মালিক গুরা মিয়া প্রকাশ ভরশার বাপের কাছে বেতন চাইলে পিটিয়ে মারাত্নক আহত করে। মালিকের হামলায় গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে মালিক পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু দিনমজুরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান পেকুয়া অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলি।