
দোয়ারাবাজার, (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের,দোহালিয়া বাজার হইতে প্রগতি স্কুল এ্যান্ড কলেজের রাস্তার বেহাল ধসা।প্রতি বছর বর্ষার সময় আসলে ঘড় বন্দি হয়ে থাকেন শতাধিক পরিবার ও প্রগতি স্কুল কলেজের ছাত্র/ছাত্রী। গত (তিন)দিন থেকে একধারায় বৃষ্টি হওয়ার কারণে পাঠশালায় যেতে পারছেন না ছাত্র/ছাত্রিরা। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার উপরে প্রায় (৪) ফুট পানি যার কারণে বিদ্যালয়ে যেতে পারছেন না (১৫০০)শত ছাত্র/ছাত্রি। স্থানিয় জনগণের কাছ থেকে যানাযায় দির্ঘ কয়েক বছর থেকে কাজ হচ্ছে না এই রাস্তার,যার ফলে প্রতি বছর বর্ষার মৌসুম আসলে ঘড় বন্দি হয়ে থাকেন শতাধিক পরিবার। উপস্তিত জনগণের সাথে কথা বলার সময় ছোটি হয়ে যায় স্কুল কলেজ তাদের সাথে কথা বলতে গেলে কান্নায় ভেঙে পরেন ছাত্র/ছাত্রিরা, কান্নার কারণ যানতে ছাইলে তারা বলেন দির্ঘ কয়েক বছর থেকে এমন কষ্টকরে পৌছাতে হয় প্রিয় বিদ্যাপীঠে। আর যানাযায় অনেক বার তারা স্থানিয় জনপ্রতিনিধির কাছে বিষয়টা তুলে দরেছেন কিন্তু আমলে নেয়া হয়নি তাদের অভিযোগ। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় যেহেতু আমাদের অভিযোগ তারা আমলে নেয়নি, আমরা সবাই একযোগ হয়ে মানবন্দন করে অভিযোগ করব প্রধানমন্ত্রী বরাবর।