চুয়েটের দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ০৩ জানুয়ারি (সোমবার) ২০২২ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় রেজিস্ট্রার মহোদয়ের কার্যালয়ে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট মি. জং তায়ে পার্ক (Mr. Jong-Tae Park) স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকালে চুয়েটের পক্ষে সমঝোতা স্মারকের সমন্বয়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক এবং ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ইন্টান্যাশনাল অফিসের পরিচালক মি. জুন চোই (Mr. June Choi) উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সম্প্রতি (গত ১৬/১২/২০২১ খ্রি.) ভার্চুয়ালি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় আগামী ৫ বছর যাবত দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক তথ্য-উপাত্ত, সাময়িকী ও প্রকাশনা বিনিময়, যৌথ গবেষণা প্রোগ্রাম, যৌথ কনফারেন্স আয়োজন প্রভৃতি সুবিধা ভোগ করবে।