
মাসুদ পারভেজ , রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসছে আগামী ৫ জানুয়ারি ২০২২ সালের ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার ৩টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন ১৯ জন প্রার্থী। সক্রিয়ভাবে প্রচারণায় ভোটারদের বাড়ি বাড়ি দিনে রাতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ সকল ভোটারের কাছে যাচ্ছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা। সকলের কাছে দোয়া চাইছেন, হাতমুলাকাত ও কুলাকুলি করছেন। ভেদাভেদ ভুলে স্বতন্ত্র ও নৌকার প্রার্থী উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য শেষ মুহুর্তে এসে উপজেলা পর্যায়ের নেতারা বিভিন্ন এলাকায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ২ জানুয়ারি রাত ১২ টার মধ্যে সব ধরনের প্রচার প্রচারনা শেষ হয়েছে। উপজেলার রৌমারী সদর ইউনিয়নে ১৪ টি, শৌলমারীতে ১১ টি ও যাদুরচরে ১০ টি মোট ৩৫ টি ভোট কেন্দ্রে সকল প্রকার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়নের ব্যবস্থা গ্রহন চলছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, রৌমারী সদর ইউনিয়নে আ‘লীগের মনোনীত প্রার্থী আফজাল হোসেন বিপ্লব নৌকা, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক ঘোড়া ও সাখওয়াত হোসেন লিপন আনারস প্রতীকে ত্রিমুখী লড়াইয়ের অবস্থা রয়েছে। অপর দিকে শৌলমারী ইউনিয়নে আ‘লীগের প্রার্থী নজরুল ইসলাম নৌকা, স্বতন্ত্র প্রার্থী ক্বারী ইউনুস আলী খাঁন আনারস প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যাদুরচর ইউনিয়নে আ‘লীগের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী সরবেশ আলী ঘোড়া, আমিনুল ইসলাম বাবলু আনারস ও জাহিদুল ইসলাম জাহিদ টেলিফোন প্রতীক নিয়ে ভোটযুদ্ধ হলেও নৌকা প্রতীকের অবস্থান ভালো হচ্ছে বলে বিভিন্ন সুত্রে জানা যায়। বিভিন্ন প্রতিশ্রুতির হিসাব কষে গ্রাম ও বাজার থেকে শুরু করে রাস্তার মোড়ে, হাট বাজারে চা স্টলের আড্ডাসহ সর্বত্রই ভোটারদের মাঝে চলছে জল্পনা কল্পনা। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কে হচ্ছেন চেয়ারম্যান তা নিয়ে নানা গুঞ্জন শুনা যাচ্ছে। যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে শান্তিপূর্ণ ভোট কেন্দ্র চান ভোটাররা। এদিকে প্রতিদ্বন্ধি প্রার্থীরা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে বলে প্রশাসনের কাছে প্রত্যাশা করছেন। উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মশিউর রহমান বলেন, আসন্ন ইউপি নির্বাচনটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে পরিচালনার ক্ষেত্রে সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।