অন্যায় -হাফিজুর রহমান

অন্যায়
হাফিজুর রহমান 
ওই – দেখ ওই, ‘অন্যায়’
ওর এখন খুব দাম;
ওরাই পারে তুলে দিতে
পিটিয়ে গায়ের চাম।
জবাবের কাবাব করে
ছিঁড়ে খায় ক্ষমতা;
হজম করছে পাকস্থলী
মোচড় দিয়ে মমতা।
অন্যায়কে সম্মান করে
সরল মানুষ ভয়ে;
ঘুমিয়ে পড়েছে বিবেক
ছল-চাতুরীর জয়ে।