টৈটং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

রেজাউল করিম, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিক ও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জানুয়ারী) বিকাল ৩ টায় পেকুয়া উপজেলাধিন টৈটং উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হাজার হাজার দর্শকদের উপস্থিত এ খেলা অনুষ্ঠিত হয়। টৈটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও টৈটং ইউপির সাবেক চেয়ারম্যান জনাব রমিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিল্রন, সাবেক এমইউপি আসাদুজ্জামান বাবুল প্রমুখ। হাজার হাজার দর্শকদের উপস্থিতি অনুষ্ঠিত খেলায়, কক্সবাজারের “উখিয়া শেখ রাসেল ক্রিড়া সংস্থা”কে ১ গোলে হারিয়ে বান্দরবান “লামা উপজেলা ফুটবল একাডেমি”কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। পৃষ্ঠপোষক জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, “আগামী (০৭ জানুয়ারী ) একই মাঠে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। এতে বল নিয়ে মাঠে নামবে দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে মাঠে থাকবে দু”টি দল। চট্টগ্রামের বাকলিয়া ফুটবল একাডেমি -বনাম- পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি। সবাইকে খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”