
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ছাত্র সংগঠন সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশনের ২০২২ কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ ডিসেম্বর) সকল সদস্যদের এসএমএস ভিত্তিক ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৬০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন আতিকুর রহমান তুহিন, ৬১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাঈদ আফ্রিদি শিশির।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক তৌরাত হোসাইন রাফি।বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের সকল ছাত্র-ছাত্রীকে যে কোনো সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, চট্টগ্রাম কলেজে পড়ুয়া সন্দ্বীপের ছাত্রদের ঐক্যবদ্ধতা, পরস্পরের প্রতি যোগাযোগ সৃষ্টি, সম্প্রীতি স্থাপন ও সহযোগিতার মানসিকতা দৃঢ় করার প্রত্যয়ে অরাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে ২০১৪ সালে ঐতিহাসিক প্যারেড ময়দানে সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে।
পড়েছেনঃ ১৪৬