
লালমনিরহাট প্রতিনিধিঃ অনলাইনে করবো প্রদান ভূমি উন্নয়ন কর, বাঁচবে সময়,বাঁচবে খরচ, হবে সহজতর” প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় লালমনিরহাটে ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ মে) সকালে লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিসে লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিস ও লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়। লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিসার ও জেলার সেরা এসিল্যান্ড মোঃ রুবেল রানা-এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ সিরাজুল হক, নাজির মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।