প্রেস বিজ্ঞপ্তি : গত ০২ জানুয়ারী ২০২২ ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় মোঃ মোতালেব (৫০), ১০ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে তার হাত পা বেধে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম এর মা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৬, তারিখঃ ০৪ জানুয়ারি ২০২২, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯(১)। ঘটনাটি উক্ত এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই ধারাবাহিকতা র্যাব-৭, চট্টগ্রাম ধর্ষনকারীকে গ্রেফতারের লক্ষে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায়। গোয়েন্দা নজরদারির একপর্যায় র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ধর্ষণকারী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রেল স্টেশন এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ জানুয়ারি ২০২২ ইং তারিখ ২০৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মোতালেব (৫০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- জালালাবাদ, থানা- খুলশী, চট্টগ্রাম মহানগরীরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ধর্ষণের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।