রেজাউল করিম, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উম্মে কুলসুম মিনু, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান বদিউল আলম জিহাদী, রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মুজিবুর রহমান,উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ বিএ, অফিসার ইনচার্জ, পেকুয়ার প্রতিনিধি এসআই মোজাম্মেল হক,আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন বাদশা,প্রেসক্লাব পেকুয়ার আহবায়ক নাজিম উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুল করিম ছিদ্দিকী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, শিলখালী ইউপির সদস্য আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ, একাডেমিক সুপারভাইজার উৎফল জাহান চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম,পেকুয়া সরকারি মডেল জিএমসি স্কুলের প্রধান শিক্ষক জহির উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার তসলিমা আক্তার, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক,পূঁজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস প্রমুখ।