রৌমারীতে জনশুমারি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্ধসঢ়; ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সঞ্চালনায় একই সাথে জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা ও উপজেলার বিভিন্ন সমস্যা, রাস্তা ঘাটের চলমান কাজ, বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি, অসহায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা, উপজেলা স্বাস্থ্য বিষয়,কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, আইন শৃংখলা, প্রকৌশল, ইউনিয়ন পরিষদের প্রকল্পের কাজের সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশল যুবায়েদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এটি এম হাবিবুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশল সেকবর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামন রানা,উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদাৎ হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইবনে হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজামান, উপজেলা বন কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রানু নিয়া, দাঁতভাঙা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম,বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, রৌমারী সদর ইউপির প্রতিনিধি শহিদুল ইসলাম সাদা,উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ,বাবুল আক্তার, আমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম আঙ্গুর, আবুল হাশেম, উপজেলা আ্#৩৯;লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন ও স্থানীয় সাংবাদিকসহ আরো অনেকে।