
পেকুয়া প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় কক্সবাজারের পেকুয়াতেও ২৩শে মে কে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে নদী ও প্রাণ প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ। সোমবার সকালে পেকুয়া চৌমুহনী চত্বরে নোঙর কক্সবাজার ইউনিট এই কর্মসূচি পালন করে। কক্সবাজার জেলা নোঙরের আহবায়ক ড.জাকির হাওলাদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোঙরের জেলা ইউনিটের সদস্য সচিব সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন, সাংবাদিক জালাল উদ্দিন, ক্রীড়াবিদ মোহাম্মদ আজম, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোছাইন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ, নোঙর পেকুয়া ইউনিটের সাধারণ সম্পাদক আবু ছাদেক, কৃষি কর্মকর্তা সাদ্দাম হোছাইন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন মিয়াজি প্রমুখ।
এই সময় অনুষ্ঠানের সঞ্চলনা করেন, বাপা র মহেশখালী আঞ্চলিক শাখার পেকুয়া প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোছাইন। বক্তারা বলেন ২৩শে মে’কে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণা করা এখন সময়ের দাবি। বক্তারা আরো বলেন, প্রতিদিন নদী খাল দখল হয়ে যাচ্ছে দখলদারেরা কখনো সরকারের চেয়ে শক্তিশালী হতে পারেনা। সরকারের উচিৎ সকল নদীখেকোর তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে দ্রুত আইননি পদক্ষেপ নেয়া। তারা পেকুয়ার কহলখালী খাল, ভোলা খাল, মাতামুহুরি বাকখালী সহ সকল নদীর আশপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। তারা আরো বলেন নদী বাচলে বাংলাদেশ বাচবে প্রকৃতি বাচবে আর এসব থাকলে মানুষ বাচবে। এসময় শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ রোবার স্কাউটস সহ সামাজিক বিভিন্ন সংগঠন একাত্বতা প্রকাশ করেন। উল্লেখ নদী ও প্রাণ প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ দেশের আভ্যন্তরীণ নৌ রুটের নিরাপত্তা জোরদারসহ নৌযান চলাচলে সতর্ক হওয়া এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ২৩মে কে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবি করে আসছিল। তারা এবছরও সারাদেশে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। অনুষ্ঠানে প্রবাস থেকে নোঙর পেকুয়া ইউনিটের সভাপতি ইসমাইল খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।