
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে গীতাঞ্জলি সঙ্গীত পরিষদ এর শুভ সুচনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গীতাঞ্জলি এর সভাপতি ইউপি সচিব প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক চিত্ররঞ্জন দাসের সঞ্চালনায়, প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।সোমবার দুপুরে গীতাঞ্জলীর শুভ সুচনা করেন, গীতাঞ্জলী সঙ্গীত পরিষদ ও প্রধান পৃষ্টপোষক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী।
জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমর কান্তি কর, জামালগঞ্জ পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সুব্রত সামন্ত সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, প্রভাকর মজুমদার প্রমুখ। প্রধান অতিথি এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরে গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে গীতাঞ্জলি সঙ্গীত পরিষদ শুভ সূচনা অনুষ্টানে সঙ্গীত প্রিয় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, আগামী আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকীতে পদ্মা সেতু শুভ উদ্ভোধন করবেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আনন্দের বিষয় হল আমাদের স্বপ্নের শেখ হাসিনার উড়াল সেতু সহ সাচনা জামালগঞ্জ সেতুর কাজ অচিরেই শুরু হবে, ইনশাল্লাহ।