প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেগা প্রকল্পের জন্য প্রায় ২৫০০ কোটি টাকা একনেকে অনুমোদন পাওয়ায় চসিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে উষ্ণ অভিনন্দন জানান। অভিনন্দন গ্রহণ করে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য যে বরাদ্দ প্রদান করেছেন তা সঠিকভাবে ব্যবহার করে নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী সুদীপ বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক, মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য মো. মহিউদ্দিন খোন্দকার, নিজাম হোসেন চৌধুরী, নুসরাত শাহীন ও মিনহাজ উদ্দিন।