
মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, কওমি মাদরাসায় জঙ্গি ও সন্ত্রাস তৈরি হয় না বরং আদর্শ মানুষ ও সত্তিকারের দেশপ্রেমিক তৈরি হয়। শান্তিময় দেশ,নিরাপদ দেশ, কল্যাণময় দেশ চান তাহলে দ্বীনি শিক্ষা কোনো বিকল্প নেই।যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করে তারা অন্যায় অপরাধ দুর্নীতিতে লিপ্ত হতে পারে না। কওমি মাদ্রাসায় আদর্শও উত্তম চরিত্রবান নাগরিক গঠনের শিক্ষাদান করা হয়। আসুন দেখুন, শেষরাতে কওমি মাদ্রাসার ছাত্ররা হাদিস পড়ে, জিকির করে, দেশের কল্যাণের জন্য, জাতির জন্য দুচোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন কওমি মাদ্রাসায় কোন জঙ্গী ও সন্ত্রাসী কারখানা না। আজ বুধবার (২৫ মে)বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদর উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসায় ২০২২-শিক্ষা বর্ষের সবক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, উলামায়ে কেরাম কোন সময় দুর্নীতির সাথে জড়িত না, তাদের জীবন বিলিয়ে দিচ্ছে মানুষ গড়ার কাজে। স্বরাষ্ট্রমন্ত্রী ও বলেছেন,কওমী মাদ্রাসায় জঙ্গি,সন্ত্রাস দুর্নীতিবাজ সৃষ্টি হয় না,এটা দেশবাসীর কাছে আজ দিবালোকের মতো স্পষ্ট।
এ সময় তিনি বলেন, এ গণকমিশনের কোন ভিত্তি নাই। আলেমদেরকে তালিকা করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই তারা। সরাইল সদর উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. জহিরুল ইসলামের পরিচালনায়,অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মাওলানা মোবারক উল্লাহ,জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা শিক্ষা সচিব মুফতি শামসুল হক, ইসলামপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা বোরহান উদ্দিন কাসেমী,বক্তা কেফায়েত উল্লাহ মাহদী, সরাইল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমানুল্লাহ প্রমুখ। এই সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীও কমিটির লোকজন উপস্থিত ছিলেন। পরে, হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দেশ ও জাতির কল্যাণে সকলকে নিয়ে মোনাজাত করেন।
পড়েছেনঃ ১০৩