সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ডঃ চট্রগ্রামের সীতাকুণ্ডে শিতলপুরে  ইফতেখার মুন্না(৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু। আজ বৃহস্পতিবার (২৬ মে)  সন্ধা ৭ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শিতলপুর এলাকায় এই দূর্ঘটনার ঘটে। নিহত ইফতেখার মুন্নার বাড়ি সীতাকুণ্ড পৌরসভার ৮ নং ওয়ার্ডের ইমাম হোসেনের ছেলে, পেশায় তিনি একজন ব্যবসায়ি।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো :নাজমুল হক বলেন সন্ধায় প্রায় ৭ টায় ইফতেখার মুন্না নামের এক মোটরসাইকেল আরোহীর  মৃত্যু হয়।