আকাশ ছোঁয়া দ্রব‍্যমূল‍্য

আকাশ ছোঁয়া দ্রব‍্যমূল‍্য
-এম.আবু বকর সিদ্দিক 
দামের গাড়ি দিনে দিনে
ছুটছে আকাশ পানে,
আর কতদূর চলবে গাড়ি
কেউ কি তাহা জানে !!
চাল ডাল তেল মসলা বিনে
পেট চলে না কারও,
ক্ষণে ক্ষণে আসছে খবর
দাম বেড়েছে আরও।
তেল না পেয়ে জল দিয়েই
চলছে ঘরে রান্না,
ক্ষুধার টানে দু’মুঠ খেয়ে
কষ্টে আসে কান্না।
দামের গাড়ি ব্রেক বিহীন
বেহুঁশ ড্রাইভার,
দেখ রে চেয়ে ঘরে ঘরে
চলছে হাহাকার।