
মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়ি জেলার সরাইল পরগনা এখন সরাইল উপজেলা কয়েক বছরের উন্নয়নের আঞ্চলিক সড়ক চলতে শুরু করেছে সরাইলে। শিক্ষা, সংস্কৃতি,অবকাঠামোসহ সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে এ সরাইল উপজেলা।জানাযায়,১৯৯০-সালে প্রশাসন সরাইল উপজেলা গঠিত হয়। উপজেলার আয়তন: ২২৭.২২ বর্গ কিমি। উত্তরে নাসিরনগর উপজেলা, দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়ীয়া সদর ও নাসিরনগর উপজেলা, পশ্চিমে ভৈরব ও বাজিতপুর উপজেলা। জনসংখ্যা প্রায়- ২৭১১০১। জলাশয় মেঘনা,তিতাস, বগদিয়া ও ভৈরব নদী এবং আকাশী বিল ও শাপলা বিল উল্লেখযোগ্য। টেকসই উন্নয়ন মূলত ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে গৃহীত একটি উন্নয়ন পরিকল্পনা। সরকারের পরিকল্পনা মোতাবেক সরাইলে বিভিন্ন উন্নয়ন হাতে অর্থ বরাদ্দ দেয়, সরাইল উপজেলা সংলিষ্ট অফিসের তথ্য মতে জানাযায়, সরাইল উপজেলায় অফিস পাড়া এলাকায় ৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নান্দনিক নকশায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৪তলা বিশিষ্ট সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনটি (হলরুমসহ) স্থায়ী কার্যালয় নির্মাণ কাজ চলছে।
এদিকে, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নতুন বাসভবন নির্মানের কাজ শেষ। এ ভবনের কাজে ব্যয় হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা সদর ইউনিয়ন পরিষদের সংলগ্ন সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন গড়ে তোলা হয়েছে। এটিও উদ্বোধনের অপেক্ষায়। এদিকে উপজেলা চত্বরের পশ্চিম প্রান্তে ১২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মডেল মসজিদের কাজ চলমান।সরাইল প্রাত- বাজার উন্নয়নে দুই তালা বিল্ডিং যার ব্যয় ধরা হয়েছে ১ কোটি-৫৫ লাখ টাকা এর কাজ চলমান রয়েছে।উপজেলা পরিষদের পুকুর খননও ঘাটলা নির্মাণে ২৫ লাখ টাকা কাজ শেষ। উপজেলা পরিষদের গেইট- ৩৫ লাখ ও বাউন্ডারি ওয়াল- ২৪ লাখ টাকা অর্থ ব্যয়ে কাজ শেষ হয়েছে। এদিকে একটি বাড়ি একটি খামারের নতুন বিল্ডিং নির্মাণে ১৫ লাখ টাকার কাজ চলমান।উপজেলা আনসার সেট ১৫ লাখ টাকা অর্থ বরাদ্দের কাজ শেষ করা হয়েছে। এডিপি উন্নয়ন ৮০ লাখ ৫০ হাজার ও ৬-টি ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কার কাজের ৬৩- লাখ টাকা বরাদ্দের টেন্ডার হয়েছে।এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা যার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
উপজেলার উচালিয়াপাড়া চৌরাস্তার মোড়ে আল্লাহর ভাস্কর্যের কাজের ব্যয় ধরা হয়েছে ১১ লাখ টাকা যার কাজ চলমান।যোগাযোগ উন্নয়নের উপজেলার পরিষদ সড়ক- অন্নদা মোড়- প্রাপ্ত বাজার – বিকাল বাজার – সড়কের আরসিসি ঢালাই কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ এই রাস্তার কাজ এখনো চলমান। জাইকা প্রকল্প – বরাদ্দ দেওয়া হয়েছে ৭০-লাখ। কৃষি সেচ ড্রেইন ২ টি -২০ লাখ টাকা, সরাইল হাসপাতালে ২০ বেডের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ- ২০ লাখ, বিভিন্ন বিষয়ে কর্মমুখী প্রশিক্ষণ-১০ লাখ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চ সরবরাহ-২০ লাখ টাকা বরাদ্দের কাজ শেষ। উপজেলার সাথে যোগাযোগ উন্নয়নের সরাইল- অরুয়াইল সড়কে সংস্কার কাজের বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা যার কাজ চলমান। তেরকান্দ গ্রামের পুর্ব পাশে ৩৫ মি: ব্রীজের বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৩৫ লাখ ও পানিশ্বর ৪২ মি: ব্রীজে অর্থ দেওয়া হয়েছে ২ কোটি ৬০ লাখ এর কাজ চলমান।
সরাইল উপজেলা টিঘর জামাল দীঘির খননও ঘাটলা ১ কোটি ৭২ লাখ টাকার বরাদ্দের কাজ চলমান। অরুয়াইলে আরসিসি ঢালাই রাস্তার ১ কোটি১০ লাখ টাকার কাজ শেষ। রাস্তা উন্নয়নে ১০টি আরসিসি ঢালাই রাস্তার বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৬০ লাখ।শিক্ষার প্রসারের জন্য সরাইল উপজেলায় হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন এবং সরাইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে ৬ তলা একাডেমিক ভবনের কাজ চলমান যার বরাদ্দ দেওয়া হয়েছে ৬ কোটি টাকা প্রায়। শিক্ষাখাতে এ উপজেলায় সরকারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিল্ডিং নির্মাণের কাজ চলমান রয়েছে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের ঘর গৃহহীন ও ভূমিহীন১৪৪-জনের মধ্যে হস্তান্তর করা হয়েছে। বতর্মানে তারা বসবাস করছেন। আশ্রয়ন প্রকল্পের১৫২টি ঘরের কাজ চলমান রয়েছে। উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের ২৬ টি ঘরের কাজ চলমান রয়েছে। এছাড়াও সরাইল উপজেলায় সরকারের অনেক উন্নয়নের কাজ চলছে এবং শেষ পর্যায়ে রয়েছে।টেকসই উন্নয়ন হইলে সরাইল উপজেলার আমূল পরিবর্তন হবে বলে অনেকে আশা করেছেন।সত্যিই এ উন্নয়ন বাস্তবায়ন হলে পাল্টে যাবে সরাইল উপজেলা।
পড়েছেনঃ ১৩৭