বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ “মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্যকেন্দ্রে হবে যেতে” -প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার (২৮ মে) নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এ সময় সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, ডাঃ শাহরিয়ার পারভেজ, ডাঃ পূজা, সিনিয়র নার্স মোরশেদা বেগম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিরামপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, নার্সিং সুপার ভাইজার হোসনে আরা, নার্স শিউলী হেমরম, মিডওয়াইফারি বিলকিস বেগম, এমটি ইপিআই মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।