বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহন চলে। ভোট গ্রহন উপলক্ষে ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রত্যেক ভোটারা তাদের পছন্দ সই প্রার্থীকে নিরিবিলি পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন পর্যবেক্ষণ ও দেখার জন্য দিনব্যাপী সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন, নির্বাচন পরিচালনা কমিটি, পর্যবেক্ষক ও প্রার্থীরা। নির্বাচনে ৬টি পদে মোট ২১জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করছে। তালিকা ভুক্ত মোট ৪৭৩টি ভোটারের মধ্যে ৪৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে সভাপতি প্রার্থী পদে ২৬৮ ভোট পেয়ে মোঃ আলী জাহের মিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৫২ ভোট পেয়ে মোঃ নবি মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ.আয়ুব খান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সামসুল আলম, কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তফা কামাল আদর, সদস্য পদে মোঃ সাইফুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন রুবেল, মোঃ জজু মিয়া, মোঃ মুখলেছুর রহমান জয়লাভ করেন। নির্বাচিত এই কমিটি আগামী ৩বছর মেয়াদে বাজার পরিচালনা করবে। নব-নির্বাচিত গোপীনাথপুর বাজার পরিচালনা কমিটি বাজারটিকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালিত করবে এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের।