চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে কন্ট্রোল রুম উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নীচ তলায় কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। কোভিড, নন-কোভিড, ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, সংক্রামক ও অসংক্রামক রোগ সংক্রান্ত সকল প্রকার তথ্য এ কন্ট্রোল রুম (নম্বর ঃ ০৩১৬৩৪৮৪৩) থেকে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট প্রয়োজনীয় দপ্তর সমূহে প্রেরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এএফএম জাহিদ জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়া, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ
এডুকেশন অফিসার থোয়াইনু মং মার্মাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ।

কন্ট্রোল রুমে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান কন্ট্রোল রুমের সমন্বয়ক ও সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ফোকাল পারসনের দায়িত্ব পালন করবেন।