ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান:অনিবন্ধিত  ৯ ডায়াগনোষ্টিক সেন্টার বন্ধ

ফুলবাড়ীয়া( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনিবন্ধিত ৯ টি ডায়াগনোষ্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে।
গত মঙ্গল বার বিকেলে এ ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বধান দেবনাথ জানায়, যেসব ডায়াগনোষ্টিক নিবন্ধন নেই সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধকৃত অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলি  হলো
উপজেলা সদরের হাসপাতাল রোড বাবু মেডিকেল সেন্টার, কেশরগঞ্জ বাজারে সুরুজ ডায়াগনোষ্টিক সেন্টার, জীবন ডায়াগনোষ্টিক সেন্টার, শফি ডায়াগনোষ্টিক সেন্টারসহ ৪ টি, আছিম বাজারে পপুলার হেলথ সেন্টার, আছিম ডায়াগনোষ্টিক সেন্টার, স্বদেশ ডায়াগনোষ্টিক সেন্টার, পাটিরা বাজারে পাটিরা পপুলার হেলথ কেয়ারসহ ৯ টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল করিম।