
মো. তাসলিম উদ্দিন ,সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): আজ শুক্রবার ৩ জুন সকালে জুয়েল ঠাকুর সামাজিক যোগাযোগ ফেসবুকের লেখাটি হুবহু দেওয়া হল। জুয়েল ঠাকুর তার ফেসবুকে লেখেন।সরাইল ইউনিয়ন পরিষদে এক ঘন্টা বেশি পতাকা উত্তোলিত থাকার নিউজ হয়েছিল ঘটা করে। পরিষদের সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছিল।আমরা সচেতন হয়েছি তবে যারা আমাদের সচেতন করেছিল তারা নিজেরাই বিভিন্ন সময়ে খুব একটা সচেতন থাকেন না। অন্যের অসচেতন-তাই তাদের সচেতনতা।অনেকদিন আগে ইউনিয়ন পরিষদের পাশে উপজেলার মূল সড়কে গাছটি অনেকদিন আগেই পড়েছিল যদিও একবার সচেতনতাবাদীরা একটু সচেতন করেছিল বাট এতদিনে আর সচেতন করার মতো সময় পায়নি। যদি ভুলে পতাকা নামানু নিয়ে নিউজ হতে পারে তবে অবশ্যই যারা নিউজ করে তারা ইউনিয়ন পরিষদ বছরের পর বছর জোরপূর্বক দখল করে আছে এটার নিউজ-ও হওয়া উচিৎ বলে আমি মনে করি। আমরা অ-সুযোগে সবাই ভাল মানুষ।
পড়েছেনঃ ৯৪