
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে ফুটবল টুনামেন্ট উদ্বোধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার সাড়ে ৪ টায় বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলা মাঠে ফুটবল খেলা শুভ উদ্ভোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মীজানুর রহমান, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান,সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন, মাহবুবুল আলম বাচ্চু মাস্টার, ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন প্রমুখ। হাওড় টেক্স বনাম ধর্মপাশা উপজেলা প্রশাসন ফুটবল খেলায় শুভ উদ্ভোধন কালে প্রধান অতিথি ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ফুটবল খেলা একটি জন প্রিয় খেলা এই খেলা সারা বিশ্বে রয়েছে। আমাদের বাংলাদেশে ফুটবল খেলা একটি জন প্রিয় খেলা বটে। ফুটবল খেলা শরীলকে সুস্থ্য রাখে। তিনি আরও বলেন, আমাদের নেত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা খেলাধুলা প্রতি আন্তরিক, তাই খেলার প্রতি আগ্রহ বেশী। খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি পায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় হোক, শেখ হাসিনার।