
প্রেস বিজ্ঞপ্তি : গত ১৩ জানুয়াারী ২০২২ ইং তারিখ রাত আনুমানিক ১৯০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার মহেশখালী থানাধীন মাতারবাড়ী এলাকায় কতিপয় দৃস্কুতিকারী পূর্ব শত্রæতার জেরে জনৈক
মোঃ আক্তার আহমদ এবং তার স্ত্রী’কে হত্যার উদ্দেশ্যে লোহার দন্ড দিয়ে নির্মমভাবে এলোপাথারী আঘাত করে পালিয়ে যায়। এতে আক্তার আহমদ গুরুতর আহত হন এবং তার স্ত্রী আহত হন। পরবর্তীতে
গুরুত্বর আহত অবস্থায় আক্তার আহমদ’কে চিকিৎসার জন্য প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি ২০২২ তারিখে আক্তার আহমদ মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে নিহত ভিকটিম আক্তার আহমদ এর স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার মহেশখালী থানায় ০৭ জন নামীয় এবং ৪/৫ জন’কে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের
করেন, যার মামলা নং- ১৩ তারিখ ১৪ জানুয়ারী ২০২২, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০২/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০।
উক্ত ঘটনাটি সংগঠিত হওয়ার পর থেকে উপরোক্ত হত্যা মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারী অব্যহত রাখে। গোয়েন্দা নজরদারীর
এক পর্যায়ে জানতে পারে যে, উল্লেখিত হত্যা কান্ডের এজাহারনামীয় প্রধান আসামী মোঃ জামাল (২২), চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত
১৪ জুন ২০২২ইং তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জামাল (২২), পিতা
নাসির উদ্দিন, সাং- মাতারবাড়ী, থানা- মহেশখালী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।